রাইয়ান থেকে সালসাবিলের
নহর নেমেছে প্রাণে—
এ জীবন আজ ধন্য হলো যে
সিয়ামের মধু-ঘ্রাণে।।
…
বুকের রেহালে আয়াতের সুর
চোখের তারায় নাজাতের নূর—
তাকওয়ার ঢেউ সকাল-সন্ধ্যা
নতুন আবেগ আনে।।
…
আমার বিপুল পাপের পৃথিবী
পুড়ে পুড়ে হোক ছাই
তাওবার রঙে অবিরাম ভিজে
অমলিন হতে চাই।
…
আশার আকাশে রহমের চাঁদ
দিদার পাবার সীমাহীন সাধ—
কী মোহন এই আলোর দীপ্তি
প্রেমিক হৃদয় জানে।।