রাসুল তুমি যে আমার
হৃদয় বাগের বুলবুল
তোমার সুরের নিবিড় ছোঁয়ায়
তাইত হয়েছি ব্যাকুল।।
মরুর বুকে যে অতুল সুরভী
যে ফুলের পাগল আকবি কবি
সেই ফুল থেকে ঘ্রান নিতে আমার প্রান
হয়েছে আকুল।।
খোদার হাবিব হে ভুবনচারী
আলোর পথের যে দিশারী
তাইতো তোমার গান গেয়ে দিবা যাম
রয়েছি মশগুল।।