রাসূলকে ভালোবেসে চলে যাব কাউসার তীরে—
পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে।।
ওই চাঁদ দেখেছিল আলো আলো মায়ামুখ তাঁর—
আমার বিরহী চোখ পায়নি সে প্রীতি–উপহার!
তবু আমি আশা রাখি—চিনে নেব খুব সহজেই,
সালামের ঘ্রাণে ঘ্রাণে ছুঁয়ে যাব, দেখা হবে যেই।
শাফায়াত চেয়ে নেব বিনয়ের সুরে ধীরে ধীরে।।
বুকের জমিনে আমি আমিনার ঘর বেঁধে রাখি—
যে ঘরে ফুটেছে প্রিয় রাসূলের রাঙা দুটি আঁখি!
জীবনের প্রতি কাজে তাঁর কথা মনে পড়ে খুব—
স্মৃতির সাগরে যেন অনায়াসে দিতে পারি ডুব।
পথে পথে খুঁজে ফিরি মোবারক কদমের ছাপ
একদিন পেয়ে যাব, এ জীবনে থাক যত পাপ!
দুরুদের ডালা তুলে ধরব এ ধুলোমাখা শিরে।।