শিরায় শিরায় রক্ত কণায়
আছে তোমার নাম
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
তোমারই নামের গুণে
পাপী পায় মুক্তি
তুমি হলে জাল্লে জালালুহু ।
তোমারই নাম জপলে
হৃদয় হয় উজালা
তোমারই নামের কারণে
মিটে যায় জ্বালা
তুমি পাঠালে রাসুল
শুকরিয়া তোমায় আল্লাহ ।
দুঃখ তাপে বিপদে
তুমি তো ভরসা
তোমার রঙে রঙিন হবো
এই শুধু আশা
তুমি পাঠালে রাসুল
শুকরিয়া তোমায় আল্লাহ ।