শুধু মুসলমানের লাগি
আসেনিকো ইসলাম
বিশ্ব মানুষের কল্যাণে
স্রষ্টার এ বিধান ।
হিন্দু বলো বৌদ্ধ বলো কিংবা খ্রিস্টান
সবাই হেথা শান্তি পাবে পাবে রে সম্মান
নির্ভয়ে নিজ নিজ ধর্ম
পালন করবে নিজ কর্ম
সব ধর্মের সব মানুষের
ইসলাম দিল সেই সম্মান।
ভিন ধর্মের কারো উপরে যদি
কোন মুসলিম করে অবিচার
শেষ বিচারে রাসুল নিজে
দাঁড়াবে বিপক্ষে তার
রাসুলের শাসনামলে
খোলাফায়ে রাশেদার কালে
ভিন ধর্মের লোক
সবচেয়ে সুখী ছিল
ইতিহাস গাইছে গান ।
দ্বীন ইসলাম সর্বজনীন
সব মানুষের তাই
চন্দ্র সুরুজ সবার তরে
যেমন আলো ছড়িয়ে যায়
এসো সেই ইসলাম বুঝি
সত্য ন্যায়ের পথ খুঁজি
বিশ্ব মানুষের মুক্তির শেষ পথ
বিপ্লব ইসলামি বিপ্লব ।