গানের স্বরলিপি

শোনেন শোনেন দেশবাসী
গীতিকার: মাসুদ রানা
সুরকার: মাসুদ রানা

শোনেন শোনেন দেশবাসী
শোনেন ভাই ও বোন
ব্যাগের ভেতর বই ঢুকায়া
আমার পিঠে ঝুলায় দিছে
দশ কেজি ওজন
নাইরে উপায় নাইরে উপায়
করবো কি এখন
আমার পিঠে ঝুলায় দিছে
দশ কেজি ওজন ।।

সকাল বেলা কান্ধে লইয়া
কোমর বাঁকায় হাটি
মানুষ ভাবে ছাত্র বুঝি
এক্কেবারে খাঁটি
ছোটবেলার এই বাঁকাটা
আর কি হবে সোজা
বড় হলে কমবে কি গো
আমার পিঠের বোঝা
তাকাইতে তাকাইতে শেষে
কম দেখে নয়ন ।।

ব্যাগের ভেতর দশটা বই আর
দশটা থাকে খাতা
পড়ার উপর পড়া চাপায়
কুলায় না আর মাথা
স্কুলে চাপ স্যার ম্যাডামের
বাসাতে টিউটর
ব্যাগের দিকে দৃষ্টি দিলেই
গায়ে আসে জ্বর
চাপ কম হলে তবেই তো ভাই
পড়তে চাইবে মন ।।

বিকালবেলা খেলার সময়
খেলার জায়গা কই
টিভি দেখার জন্যে তখন
বাসায় বসে রই
সন্ধ্যা হলেই সিরিয়ালে
বসেন পরিবার
আমার সাধের কার্টুন দেখা
তাইতো হয়না আর
ঝাড়ি দিয়ে সবাই বলে
পড়তে বস এখন।।

সবাই বলে ডাক্তার হবি
পাইলট ইঞ্জিনিয়ার
সরকারী বা বেসরকারী
টাই পরা অফিসার
শিল্পী কবি গায়ক হওয়া
মোটেই ভালো নয়
আজব নিয়ম তাদের লেখাই
ক্লাসে পড়তে হয়
কেউ বলে না মানুষ হবি
মানুষের মতন।।

0 Likes |

107 views |

0 Likes |

107 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

আজ সময় এসেছে সাজাতে হবে
গীতিকারঃ আবদুস সালাম
সুরকারঃ আবদুস সালাম
ক্যাটাগরিঃ ইসলামী সংগীত
রোজ হাশরে আল্লাহ আমার
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
চল রে কাবার জিয়ারতে
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
ইসলামের ঐ সওদা লইয়ে
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
পুবাল হাওয়া পশ্চিমে যাও
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
বিশ্ব-দুলালী নবী নন্দিনী
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
আহা বহুদিন পর
গীতিকারঃ বিলাল হোসাইন নূরী
সুরকারঃ মশিউর রহমান
গভীর রজনী জেগে
গীতিকারঃ ওবায়দুল্লাহ তারেক
সুরকারঃ ওবায়দুল্লাহ তারেক
ক্যাটাগরিঃ ইসলামী সংগীত
নীল ডানার এক প্রজাপতি
গীতিকারঃ রহমান তৌহিদ
সুরকারঃ আল মিযান
ক্যাটাগরিঃ ইসলামী সংগীত