শোন যার ওছিলায় আমরা সবাই
আজকে মুসলমান
শুধু তার ওছিলায় এই দুনিয়া
দিলেন রহমান
খোদার হাবিব ছিলেন তিনি
মরুর বুকে  গোলাপ যিনি
গন্ধ অফুরান।
মন যে আমার যায়রে ছুটে যায়
হাজার স্মৃতির নবীর মদীনায়
সেই সে ছবি মনে এঁকে
কাঁদি অবিরাম।
নূর নবীজির প্রেম পরশে
আমি যে মশগুল
তার প্রেমের সুধা নাচে
গুল বাগে বুলবুল
রাসূল আমার আলোর দিশারী
বিচার দিনে পাড়ের কান্ডারী
তার শাফায়াত পেলে হবো
খোদার মেহমান।
 
								 
															 
															