শোন শোন, ইয়া ইলাহী, আমার মোনাজাত
তোমারি নাম জপে যেন, হৃদয় দিবস-রাত।
যেন কানে শুনি সদা
তোমারি কালাম হে খোদা
চোখে যেন দেখি শুধু, কোরআনের আয়াত ।
মুখে যেন জপি আমি
কলেমা তোমার দিবস-যামী
(তোমার) মসজিদেরি ঝাড়-বর্দার্,
(খোদা) হোক আমার এ হাত।
সুখে তুমি, দুঃখে তুমি
চোখে তুমি, বুকে তুমি
এই পিয়াসি প্রাণে খোদা তুমি আবহায়াত ।