সকল তারিফ তোমার খোদা,
তুমি যে পাকজাত
মুহম্মদের স্রষ্টা তুমি
এ তব সিফাত।
চাঁদ, সিতারা হয় না শুমার
তামাম আলম সৃষ্টি তোমার
সৃষ্টি তুমি করেছ রব,
তামাম মখলুকাত ।
বান্দা তোমার এই গুনাগার
আজকে পানাহ্ চায়
কবুল কর মোদের দোয়া
নবীর উসিলায় ।
তোমার কাছে আজ পানাহ চাই
দ্বীন-দুনিয়ার করো ভালাই
আখেরাতে দিয়ো খোদা
অনন্ত জান্নাত ।