সালাম লিখেছে মা রফিক লিখেছে মা
বরকত লিখেছে মা
আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান
কখনো ভুলে যাব না ।
পীচঢালা পথটা রক্তে হল লাল
লাল হল শিমুলের ফুল
রক্তচূড়ার ডালে বর্ণমালা দোলে
অ আ ক খ যার নাই তুল ।
রক্তের আঁচড়ে এই যে লেখা নাম
সবুজের মাঝে লাল বিন্দু
বিশ্ব অবাক দেখে জীবন বাজি রেখে
রচে যায় চেতনার মহাসিন্ধু ।