সিয়ামের চাঁদ দেখো
আকাশে দিচ্ছে আলো
তুমি কি চাও না তোমার
নিজের ভালো ।
সিয়াম এলো খুলে দাও তুমি দিল
নিজেকে গোছাও তুমি আজ তিলতিল
তুমি মুছে ফেলো
তোমার হাতের কালো।
নাজাতের বাণী পাঠ করো প্রাণ ভরে
তোমার মুক্তি তুমি লিখে নাও দ্রুত করে
তুমি তোমার কপাল
আঁকিত করো আলো ।