সিয়ামের রঙ দিয়ে
আমার দেহ মন দাও ভরিয়ে
দুনিয়ার কোন লোভে
না পাওয়ার কোন ক্ষোভে
কোন রিপু জমা হলে মনের
দুয়ার থেকে দাও সরিয়ে (প্রভু)।
আমার দু’চোখ যেন দুনিয়ার ভাল কিছু দ্যাখে
আমার কলম যেন তোমার গুণের কথা ল্যাখে।
ভাবনায় থাকে যেন তোমার সে বিশালতা
সিজদার অমিয় সুধা মনের পোশাক করে দাও পরিয়ে।
দেহের ক্ষুধার সাথে মনের নাপাক ক্ষুধা
পানাহ্ দাও সিয়ামের শুধু ছোঁয়াতে
জান্নাতি স্বপ্নে জীবন যেন গো চলে
বিমুখ হই না যেন শয়তানি কোন আলো-ধোঁয়াতে !
ক্ষমার হাতটা প্রভু বাড়িয়ে রেখো আমার জন্য
সওয়াবের ফুলে ফলে জীবনটা করে দিও ধন্য ।
শান্তির রাইয়্যানে অধিকার দিয়ে দিও
তোমায় দেখার দিনে তোমার দেখাতে মন দিও ভরিয়ে ।