হাজার গানের মাঝে একটি গানও যদি
আল্লাহর কাছে প্রিয় হয়
সেই তো খুশির কথা
সেই তো সফলতা
চাওয়া পাওয়া আর কিছু নয় ।
একজনও মানুষ যদি আমার এই গানে
আলোকের দিশা পায় আল্লাহর রহম দানে
কষ্ট মোটেও রবে না জীবনে
ভুলে যাব সব দ্বিধা ভয় ।
আমার কোন গানের কোন কথা সুরে
তোমাদের মন যদি উড়ে যায় সুদূরে
রাসুলের মদীনায় কাবারো পথে
এ জীবন হবে মধুময় ।