(বরিশাল)
হারা বচ্ছর ল্যাকলা পরলা গেদু মানু অইলা না
অতা খাতা সব খুয়াইলাম
মনডায় শান্তি পাইলাম না-আমি ।
ছোডকালে পরতা তুমি মডেল স্কুলে
ভাল ভাল খাইতে দিয়া শরীল রাখতাম তুলতুলে
হাজেরকালে না পিডাইলে
পরতে বইতে চাইতা না ।
হাইস্কুলে যাইয়া তোমার খরচ বাইরা যায়
মেট্রিক কেলাশ পাশ করিবা কবে রইছি হেই আশায়
মেট্রিক টেট্রিক পাশ করিলা
নোমাজ পড়া হেকলা না ।
কলেজেতে যাইয়া তোমার মেজাজ অইছে টন
রোং-বেরোঙের পোশাক দে কেবল পরায় বয়না মন
পকেট খরচ দেতে দেতে
আর কুলাইতে পারি না ।
ভার্সিডিতে ভর্তি অইলা মনডায় শান্তি পাই
এতো টাহা কোম্মে পামু কও জায়গা জমি নাই
হেকলা কতো লেহাপরা
কোরান হাদিস হেকলা না