গানের স্বরলিপি

হারা বচ্ছর ল্যাকলা পরলা গেদু
গীতিকার: মালিক আবদুল লতিফ
সুরকার: মালিক আবদুল লতিফ

(বরিশাল)

হারা বচ্ছর ল্যাকলা পরলা গেদু মানু অইলা না
অতা খাতা সব খুয়াইলাম
মনডায় শান্তি পাইলাম না-আমি ।

ছোডকালে পরতা তুমি মডেল স্কুলে
ভাল ভাল খাইতে দিয়া শরীল রাখতাম তুলতুলে
হাজেরকালে না পিডাইলে
পরতে বইতে চাইতা না ।

হাইস্কুলে যাইয়া তোমার খরচ বাইরা যায়
মেট্রিক কেলাশ পাশ করিবা কবে রইছি হেই আশায়
মেট্রিক টেট্রিক পাশ করিলা
নোমাজ পড়া হেকলা না ।

কলেজেতে যাইয়া তোমার মেজাজ অইছে টন
রোং-বেরোঙের পোশাক দে কেবল পরায় বয়না মন
পকেট খরচ দেতে দেতে
আর কুলাইতে পারি না ।

ভার্সিডিতে ভর্তি অইলা মনডায় শান্তি পাই
এতো টাহা কোম্মে পামু কও জায়গা জমি নাই
হেকলা কতো লেহাপরা
কোরান হাদিস হেকলা না

0 Likes |

176 views |

0 Likes |

176 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

কাগুর বয়স অইসে হত্তইর
গীতিকারঃ স্বাধীন মুরশিদ
সুরকারঃ সুমন ইকবাল
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
মিবাই ও মিবাই আমারে নাঙা ভাবি
গীতিকারঃ সাইফুল আরেফীন
সুরকারঃ সাইফুল আরেফীন
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
নাতি খাতি বেলা গেলো
গীতিকারঃ মো: হাফিজুর রহমান
সুরকারঃ মো: হাফিজুর রহমান
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
হাল জুরব্যার সময় হছেরে
গীতিকারঃ মাহফুজুর রহমান আখন্দ
সুরকারঃ মাহফুজুর রহমান আখন্দ
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
কচু হাতার হানিরে ভাই
গীতিকারঃ অধ্যাপক মোহাম্মদ হাশেম
সুরকারঃ অধ্যাপক মোহাম্মদ হাশেম
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
আমার গাউত যাইতায়নি ছুঙ্গা
গীতিকারঃ এস এম কামারুজ্জামান
সুরকারঃ এস এম কামারুজ্জামান
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
বাপ গ্যালছে লা লিয়া পদ্মা লদীতে
গীতিকারঃ আমিরুল মোমেনীন মানিক
সুরকারঃ আমিরুল মোমেনীন মানিক
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
হারা বচ্ছর ল্যাকলা পরলা গেদু
গীতিকারঃ মালিক আবদুল লতিফ
সুরকারঃ মালিক আবদুল লতিফ
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান
অভাই আঁরা চাটগাঁইয়া নওজোয়ান
গীতিকারঃ মনির ঘোষ দস্তিদার
সুরকারঃ মনির ঘোষ দস্তিদার
ক্যাটাগরিঃ আঞ্চলিক গান