(বগুড়া)
হাল জুরব্যার সময় হছেরে
নাঙল গরু লিয়্যা চ
মাছের ভত্তা দিয়া পান্তা খামো
তোর চাচিক যায়্যা ক ।
বাশেত থোপের মদ্দে
পাকি চিগরা চিগরি করে
মুগরির ঘরার মদ্দে
মোরকট্যা লল্লি ফাট্যা মরে
তুরকেরে নিন ভাংগে না ক্যা
আর একটা আত লাগবি নাকি ক ।
ককন আযান দিছে
নামাজ ব্যান হয়্যা গ্যালো শুরু
হ্যামি মজজিদত গেনু
বিল্লু তুই বার করালে গরু
শুকটু যাচ্চে হাল নিয়া দ্যাক
গরুক কচ্চে ডান বাঁওহ।
ক্যারে অপির মাও
তুইও ক্যা উংকা আলস্যা হলু
ব্যায়না উট্যা পানতা দিবু
আগা আত্তেরে কয়া থুলু
অপিক শপিক টপ করা ওট
নমাজত যাওয়া লাগবি চ